না-না-না-না, যেতে গো দেবো না শোনো শোনো কিছু কথা বলো বলো কিছু এমন যা শুনে গো ভুলে যাব যত ব্যথা না-না-না-না, যেতে গো দেবো না শোনো শোনো কিছু কথা বলো বলো কিছু এমন যা শুনে গো ভুলে যাব যত ব্যথা বনে বনে আজ রঙেরই খেলা, ঘাসে দোলা লেগেছে মনে শরতের মেঘেরই মেলা; বলো, কেন যাবে চলে? বনে বনে আজ রঙেরই খেলা, ঘাসে দোলা লেগেছে মনে শরতের মেঘেরই মেলা; বলো, কেন যাবে চলে? না-না-না-না, যেতে গো দেবো না শোনো শোনো কিছু কথা বলো বলো কিছু এমন যা শুনে গো ভুলে যাব যত ব্যথা ♪ যেতে যেতে যদি আকাশেতে দেখ এক ছোটো তারা মিটি মিটি চোখে তোমাকে দেখে তো জেনো আমি চেয়ে আছি যেতে যেতে যদি আকাশেতে দেখ এক ছোটো তারা মিটি মিটি চোখে তোমাকে দেখে তো জেনো আমি চেয়ে আছি আসা-যাওয়া আর যাওয়া-আসা আর ভালো লাগে না আশা নিরাশার স্রোতেতে ভাসা শেষ হবে কবে বলো? আসা-যাওয়া আর যাওয়া-আসা আর ভালো লাগে না আশা নিরাশার স্রোতেতে ভাসা শেষ কবে হবে বলো? না-না-না-না, যেতে গো দেবো না শোনো শোনো কিছু কথা বলো বলো কিছু এমন যা শুনে গো ভুলে যাব যত ব্যথা না-না-না-না, যেতে গো দেবো না না-না-না-না, যেতে গো দেবো না না-না-না-না, যেতে গো দেবো না