Kishore Kumar Hits

SkibKhan - Bodle Gechi (বদলে গেছি) lyrics

Artist: SkibKhan

album: BANGLA TAPE (VOL 1)


সত্যি বলতো তুমি জেনেও আমি মিথ্যুক
কি করে ছিলে তুমি নিশ্চুপ?
কিভাবে মানতে পারলে
বদলে যাবো কিভাবে জানতে পারলে?
কতো কথা রেখে ভেঙেছি
কতো স্বপ্ন দেখিয়েছি
তোমার ঘরে যাবার নামে
অন্ধকারে ডুবেছি
আলোড়নে হারিয়ে
আলোর সন্ধান পেয়েছি
বিশ্বাস ঘাতকতা করেও তোমার বিশ্বাস পেয়েছি
ক্ষমা করে দিও আমায়
ক্ষমা করে দিও আমায়
ক্ষমা করে দিও আমায়
বলো ক্ষমা করে দিবে আমায়?
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি
তোমার জন্যে
ভবের এই দুনিয়ায়
আমি এক অন্য বেশে প্রায় শেষের পথে
অশেষ দয়ার মাঝে শোকের বোষে
অবশেষে আজ আমি তোমার পথে
এই আমি ক্ষমপ্রার্থী
তোমার পথে থাকা স্বার্থক
বুঝিনি আমি তখন
স্বার্থপরতার লক্ষণ
মরীচিকা ভরা মায়াতে
সাময়িক ভাবে হারাতে
থাকতে পারলাম না দাড়াতে
আঁধারের মাঝে তারা গুলো আজও তাড়া দেয়।
এই অন্ধকারের আনাচে
বলো ক্ষমা করবে আমাকে?
ক্ষমা করে দিও আমায়
বলো ক্ষমা করবে আমাকে?
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি
তোমার জন্যে
বুঝিনা তো কেমন এমন হয়?
লাগে যে মনেরই ভেতর ভয়
গেছি হারিয়ে ভুলের সাগরে
চলে যাওয়ার সময় ফেরার নয়।
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি
তোমার জন্যে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists