Kishore Kumar Hits

SkibKhan - Dui Taka lyrics

Artist: SkibKhan

album: Dui Taka


It's your boy Skibkhan
Bangla Tape
এক শব্দ, জাদুকরী মন্ত্র
পৃথিবীর সব কিছু তার কাছে জব্দ
যদি থাকে অল্প, মিটে না স্বপ্ন
কেউ জানেনা কত হলে সন্তুষ্ট
দিতে পারে সুখ, দিতে পারে কষ্ট
নিয়ে নিতে পারে গোটা এক রাষ্ট্র
সোনার মুদ্রা থেকে কাগজের টুকরো
মুঠোফোনে শুধু তর্জনীর এক স্পর্শ
করবে মেদ ভুঁড়ি কে অদৃশ্য
তবু বেড়ে যাচ্ছে গরিব আর দুস্থ
চোখ খুলে সব খানে পাবে তার দৃশ্য
সংকেত পেয়ে অন্ধ মস্তিষ্ক
এই প্রজন্মের আজ নতুন এক ধর্ম
সাদা পোশাক পরে দরবেশ ভন্ড
ভাগ্যের বাজারে হলো ভাগ্য ধ্বংস
১৬ জন পেলো পুরো ১৬ কোটির অংশ
সব ধ্বংস
জীবনের মানে আমি বুঝিনা কেন?
আমি জীবনের সাথে শুধু লড়ি
আজ কেন টাকা ছাড়া দুনিয়াতে নাই কোনো আলো
টাকা ছাড়া আজ নাই কোনো গতি
জীবনের মানে ওরা বুঝে বিধায়
ওরা বেঁচে থাকার যুদ্ধ লড়ে
দেখো, শীতের রাতে কোলে বাচ্চা সাথে
দুই টাকার জন্যে কী না করে
আজ টাকার জন্যে দেশে দেশে লাগে যুদ্ধ
তেল নিবি, নে, কেন নিলি মোর ধর্ম?
কত কোটি অস্ত্র, কত কোটি স্বপ্ন?
কত লাখ শিশুর লাশ, কই জাতিসঙ্গ?
সব চুপ, সব অন্ধ
সব আজ টাকা রোজগারে ব্যাস্ত
একবার চিন্তা করেই দেখতো
অসুখ ছাড়া ঔষুধ ব্যাবসা কীভাবে চলতো
Diabetes, insulin, cancer, chemo
ফলে ফরমালিন, তাজা ফল শ্রেয়
টাকা দিয়ে দেহ, টাকার বিনিময়ে রক্ত
নেই কোনো চক্র, সব চক্র-বক্র
হয়ে অন্ধবিশ্বাসে টাকার ভক্ত
জন্মের পর থেকে প্রশিক্ষন প্রাপ্ত
School, college, varsity বাধ্য
বড়লোক হওয়ার লক্ষ্য
নেই কোনো মনুষত্ব
এইটাই সত্য
জীবনের মানে আমি বুঝিনা কেন?
আমি জীবনের সাথে শুধু লড়ি
আজ কেন টাকা ছাড়া দুনিয়াতে নাই কোনো আলো
টাকা ছাড়া আজ নাই কোনো গতি
জীবনের মানে ওরা বুঝে বিধায়
ওরা বেঁচে থাকার যুদ্ধ লড়ে
দেখো, শীতের রাতে কোলে বাচ্চা সাথে
দুই টাকার জন্যে কী না করে
দারিদ্র বিমোচন, আসো শিখি অঙ্ক
দেশে active mobile phone কত লক্ষ?
৬ কোটি, ৭ কোটি বেশি বা অল্প
এর থেকে ১০ লাখ যদি সাথে থাকতো
প্রত্যেক দিন দুই টাকা করে কাটতো
২০ লাখ টাকা দৈনিক জমতো
৫০ টাকায় ভাত, তরকারি, গোশত
চল্লিশ হাজারের পেট ভরা থাকতো
ডাক্তার নার্স চিকিৎসার মান বাড়তো
School, college-এ শিক্ষার মান বাড়তো
রাস্তা ঘাট আর bridge গড়ে তুলতো
অন্ধকার গ্রামে বিদ্যুৎ মিলতো
Highway-তে আলো দুর্ঘটনা কমতো
কত জন আরো ভালো ভাবে বাঁচতো
বিক্রি করতো না কোরবানির মাংস
দুই টাকা দিয়ে Noble prizeও থাকতো
এইটাই বাস্তব
জীবনের মানে আমি বুঝিনা কেন?
আমি জীবনের সাথে শুধু লড়ি
আজ কেন টাকা ছাড়া দুনিয়াতে নাই কোনো আলো
টাকা ছাড়া আজ নাই কোনো গতি
জীবনের মানে ওরা বুঝে বিধায়
ওরা বেঁচে থাকার যুদ্ধ লড়ে
দেখো, শীতের রাতে কোলে বাচ্চা সাথে
দুই টাকার জন্যে কী না করে

দুই টাকা, দুই টাকা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists