Sanchita Roy - Gobhiro Rojoni lyrics
Artist:
Sanchita Roy
album: Gobhiro Rojoni
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই
রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই
♪
সকল বাসনা চিত্তে এল ফিরে
নিবিড় আঁধার ঘনালো বাহিরে
সকল বাসনা চিত্তে এল ফিরে
নিবিড় আঁধার ঘনালো বাহিরে
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই
♪
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে
অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই
রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই
Поcмотреть все песни артиста
Other albums by the artist