Mahfuz Kalarab - Ek Fota Rohomer ( Kalarab ) lyrics
Artist:
Mahfuz Kalarab
album: Ak Fota Rohomer ( Kalarab ) [2021]
এক ফোঁটা রহমের ভিখারি আমি, খোদা
তুমি ছাড়া কার কাছে চাইবো বলো, খোদা
এক ফোঁটা রহমের ভিখারি আমি, খোদা
তুমি ছাড়া কার কাছে চাইবো বলো, খোদা
অগণন সৃষ্টিতে করুণা বিলাও
প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজাও
তোমার রহম দিয়ে আমাকে ভেজাও
ডেকেছি তোমায় শুধু বিপদে
স্বার্থপর ছাড়া আমি কিছু নই
সুখেরই দিনে ভুলেছি তোমায়
তবু তুমি রহমে ভরেছো হৃদয়
ডেকেছি তোমায় শুধু বিপদে
স্বার্থপর ছাড়া আমি কিছু নই
সুখেরই দিনে ভুলেছি তোমায়
তবু তুমি রহমে ভরেছো হৃদয়
তোমার পথের ধুলো মাখতে পারার টানে
আমাকে কাঁদাও
প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজাও
তোমার রহম দিয়ে আমাকে ভেজাও
জেনে না জেনে পাপেরই পথে
চলি আমি, প্রতিশোধ নাও না তুমি
তুমি ছাড়া আর কে আছে আমার?
যাকে পাই কাছাকাছি দিবসযামী
জেনে না জেনে পাপেরই পথে
চলি আমি, প্রতিশোধ নাও না তুমি
তুমি ছাড়া আর কে আছে আমার?
যাকে পাই কাছাকাছি দিবসযামী
তোমার মোহব্বতের নিপুণ রঙে তুমি
আমাকে সাজাও
প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজাও
তোমার রহম দিয়ে আমাকে ভেজাও
Поcмотреть все песни артиста
Other albums by the artist