Ashoketaru Banerjee - Hridaye Tomar Daya Jeno Pai lyrics
Artist:
Ashoketaru Banerjee
album: Nayan Meley Dekhi
হৃদয়ে তোমার দয়া যেন পাই
হৃদয়ে তোমার দয়া যেন পাই
সংসারে যা দিবে মানিব তাই
হৃদয়ে তোমায় যেন পাই
হৃদয়ে তোমার দয়া যেন পাই
♪
তব দয়া জাগিবে স্মরণে
নিশিদিন জীবনে মরণে
তব দয়া জাগিবে স্মরণে
নিশিদিন জীবনে মরণে
দুঃখে সুখে সম্পদে বিপদে
দুঃখে সুখে সম্পদে বিপদে
তোমারি দয়া-পানে চাই
তোমারি দয়া যেন পাই
হৃদয়ে তোমার দয়া যেন পাই
♪
তব দয়া শান্তির নীরে
অন্তরে নামিবে ধীরে
তব দয়া শান্তির নীরে
অন্তরে নামিবে ধীরে
তব দয়া মঙ্গল-আলো
জীবন-আঁধারে জ্বালো
তব দয়া মঙ্গল আলো
জীবন-আঁধারে জ্বালো
প্রেমভক্তি মম
সকল শক্তি মম
প্রেমভক্তি মম
সকল শক্তি মম
তোমারি দয়ারূপে পাই
আমার বলে কিছু নাই
হৃদয়ে তোমার দয়া যেন পাই
হৃদয়ে তোমার দয়া যেন পাই
Поcмотреть все песни артиста
Other albums by the artist