Ashoketaru Banerjee - Mor Beena Othey lyrics
Artist:
Ashoketaru Banerjee
album: Mor Bhaabanaarey Ki Haowa
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
♪
অম্বর প্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
অম্বর প্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
কার পদপরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা
কার পদপরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা
সমীরণ বন্ধনহারা উন্মন কোন বনগন্ধে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
Поcмотреть все песни артиста
Other albums by the artist