মিঠে হাওয়া রোদ্দুর বৃষ্টির সুর গায় গান তোর ভাষাতেই বিকেলের আকাশের রংধনুরা রঙিন হয় তোর আশাতেই হারিয়ে যাওয়া কোনো সময়ের গান সুর খোঁজে তোর মাঝেতেই সন্ধ্যাবেলার তারা জোছনার স্নান ভোরের আলো খোঁজে তোর মাঝেতেই যদি বলিস, নদী হয়ে বিকিয়ে যাবো আমার সবটুকু তোর মাঝে মিশিয়ে মিলিয়ে দেবো যদি বলিস, নদী হয়ে বিকিয়ে যাবো আমার সবটুকু তোর মাঝে মিশিয়ে মিলিয়ে যাবো ♪ আমার স্বপ্নগুলো ভেসে যায় যেন তোর মেঘেতেই বৃষ্টিভেজা বিকেলগুলো কেটে যায় শুধু তোর নামেতেই যদি বলিস, নদী হয়ে বিকিয়ে যাবো আমার সবটুকু তোর মাঝে মিশিয়ে মিলিয়ে দেবো মিঠে হাওয়া রোদ্দুর বৃষ্টির সুর গায় গান তোর ভাষাতেই বিকেলের আকাশের রংধনুরা রঙিন হয় তোর আশাতেই ♪ আমার সারা রাতটুকু কেটে যায় শুধু মাঝেতেই মনের সব ভাবনারা থেমে যায় শুধু তোর দেখাতেই যদি বলিস, নদী হয়ে বিকিয়ে যাবো আমার সবটুকু তোর মাঝে মিশিয়ে মিলিয়ে দেবো মিঠে হাওয়া রোদ্দুর বৃষ্টির সুর গায় গান তোর ভাষাতেই বিকেলের আকাশের রংধনুরা রঙিন হয় তোর আশাতেই হারিয়ে যাওয়া কোনো সময়ের গান সুর খোঁজে তোর মাঝেতেই সন্ধ্যাবেলার তারা জোছনার স্নান ভোরের আলো খোঁজে তোর কথাতেই