Chassol - Tuntun - Spotify lyrics
Artist:
Chassol
album: Indiamore (avec commentaires exclusifs de Chassol)
রাত জাগা ভেবে তোমাকে
স্বপ্ন ফিরে আসে দু'চোখে
হারিয়ে কোনো অচেনা আবেগে
পথ চলি মিশে তোমাতে
ভোরের আলোতে স্বপ্ন শেষে
কল্পনাতে রাখি তোমাকে
সারাদিন শত ব্যস্ত ভিড়ে
আছো তুমি ঘিরে আমাকে
আমাকে...
কেন তুমি এত অনুভুতিতে
বেঁধে রেখেছো এমন আয়োজনে
এই মনের চির গহীনে
সাজিয়েছি তোমায় যতনে
যতনে...
বৃষ্টি ঝরে তোমার আগমনে
তোমায় দেখে মাতাল সুরে
ইচ্ছে করে হাতটি ধরে
হারিয়ে যাই সেই আবেগে
ভোরের আলোতে স্বপ্ন শেষে
কল্পনাতে রাখি তোমাকে
সারাদিন শত ব্যস্ত ভিড়ে
আছো তুমি ঘিরে আমাকে
আমাকে...
রোদে ক্ষনে প্রতি প্রহরে
কল্পনাতে রেখে তোমাকে
দিশেহারা মন অচেতনে
প্রার্থনাতে খুঁজি তোমাকে
রাত জাগা ভেবে তোমাকে
স্বপ্ন ফিরে আসে দু'চোখে
হারিয়ে কোনো অচেনা আবেগে
পথ চলি মিশে তোমাতে
Поcмотреть все песни артиста
Other albums by the artist