মালাটা তুমিই পরো আসলে তোমারই জন্য এই উৎসবের উদ্যোগ হয়েছে আমি শুধু শব্দ আর প্রতীক সাজিয়ে প্রদীপ জ্বেলেছি মাত্র মালাটা তুমিই পরো যেহেতু তোমার পাশে থেকে পেয়েছি দুঃখের পাঠ ফুলেল তেলের গন্ধে বিষন্ন হয়েছে অভ্যন্তর বাকিসব শব্দ আর বাক্যবদ্ধ অযত্নে সাজানো মালাটা তোমার প্রাপ্য, তুমি পরো, আমি চেয়ে দেখি