ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে-
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি
মুখে চায় কোন অতিথি আকাশের নবীন মেঘে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে-
♪
ঘিরেছিস মাথার বসন কদমের কুসুমডোরে
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল পরে
ঘিরেছিস মাথার বসন কদমের কুসুমডোরে
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল পরে
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দুর্বাদলে
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দুর্বাদলে
আলোকের ঝলক ঝলে পরানের পুলকবেগে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে-
Поcмотреть все песни артиста
Other albums by the artist