Gouri Ghosh - Tumi Chhere Chhile lyrics
Artist:
Gouri Ghosh
album: E Parobase
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
মলিন বদন, মলিন হৃদয়
শোকে প্রাণ ডুবে রয়েছে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
♪
বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা
বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা
দরশন নেব তবে চলে যাব
দরশন নেব তবে চলে যাব
অনেক দিনের বাসনা
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
♪
"নাথ নাথ" বলে ডাকিব তোমারে
চাহিব হৃদয়ে রাখিতে
কাতর প্রাণের রোদন শুনিলে
আর কি পারিবে থাকিতে
"নাথ নাথ" বলে ডাকিব তোমারে
চাহিব হৃদয়ে রাখিতে
কাতর প্রাণের রোদন শুনিলে
আর কি পারিবে থাকিতে
ও অমৃতরূপ দেখিব যখন
মুছিব নয়নবারি হে
ও অমৃতরূপ দেখিব যখন
মুছিব নয়নবারি হে
আর উঠিব না, পড়িয়া রহিব
আর উঠিব না, পড়িয়া রহিব
চরণতলে তোমারি হে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
মলিন বদন, মলিন হৃদয়
শোকে প্রাণ ডুবে রয়েছে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
Поcмотреть все песни артиста
Other albums by the artist