Kishore Kumar Hits

Lalan Fakir - Bhromor Koiyo Giya lyrics

Artist: Lalan Fakir

album: Khallas Love Beyond Death (Original Motion Picture Soundtrack)


ভ্রমর, কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া

ভ্রমর, কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া

তোমাকে যদি আর ফিরে না পাই?
তুমি দেখো, বাবা আমাদের ঠিক মেনে নেবে
আমি তো বাবাকে জানি
বাবা আমাকে ভীষণ ভালোবাসে
আর আমি যাকে ভালোবাসি, তাকে বাবা পছন্দ করবেই
তুমি একদম চিন্তা কোরো না
আমি বাবাকে বুঝিয়ে বলব
কিন্তু-
কোনো কিন্তু নেই, রাজা
সারাজীবন আমি তোমার সঙ্গে থাকব
তোমার হাতেই ধরা থাকবে আমার হাত
তুমি কখনও আমার হাত ছেড়ে দেবে না তো?
রানি!
ভ্রমর রে
কইয়ো, কইয়ো, কইয়ো রে, ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া

কইয়ো, কইয়ো, কইয়ো রে, ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যামু রে
কৃষ্ণহারা হইয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া

ভ্রমর, কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া

ফিরে গিয়ে আমরা সব নতুন করে শুরু করব
হ্যাঁ, তুমি, আমি, আর সে
আমি খুব পরিশ্রম করব
ওকে মানুষের মতো মানুষ করে তুলব
একমাত্র ও ই পারবে
আমার অন্ধকার অতীতটাকে মুছে ফেলতে
আমি তো ওর নামও ঠিক করে রেখেছি
সূর্য
ধ্যাৎ, সূর্য আবার এখনকার দিনে কারো নাম হয় নাকি?
তা জানি না, তবে ওর নাম সূর্যই হবে
বেশ, তবে আমি একটু বদলে দেই?
কী?
রোদ্দুর
ভ্রমর রে
আগে যদি জানতাম রে, ভ্রমর
যাইবা রে ছাড়িয়া

আগে যদি জানতাম রে, ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
মাথার কেশর দুভাগ করি রে
রাখিতাম বান্ধিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া

ভ্রমর, কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর, কইয়ো গিয়া

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists