দ্বন্দ্বে বেড়ে যায় গহীন বন শব্দ মাপে বিস্ফোরণ খুঁজতে গিয়ে চেনা মনের রূপ আকাশ ছুঁয়ে যায় দীর্ঘ সুর বিষাদ ভুলে গিয়ে ঘুমের দেশ সন্ধি করে নেয় নিরুদ্দেশ অভিমানী মন আলগোছে ফুরিয়ে যাওয়া কোনো রাত খুঁজে ♪ আকাশ জুড়ে মেঘে ঢাকা আলোকে ছুঁয়ে দেখার পরখে দৃষ্টিহীন এই পলকে শহর জুড়ে মুখোশ পড়া ভিড়েতে অশ্রুনদীর তীরেতে, তৃষ্ণাভরা নীরেতে জমিয়ে রাখা সব চিঠির খাম আলতো হাতে লেখা প্রেমের নাম হৃদয়জুড়ে শুধু ব্যথার রেশ ঝরা পাতায় মোড়া তোর অবশেষ হারিয়ে গেছে সেই স্মৃতির বোতাম পথের ধারে বাঁধা সুতোর দাম আঁধার ঘনালেই শহরজুড়ে জোনাকীরা পাড়ি দেয় কোন সে দূরে