Durnibar Saha - Noyon Tomare lyrics
Artist:
Durnibar Saha
album: Durnibar Jukebox
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
♪
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
স্থির-আঁখি তুমি মরমে সতত
জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
♪
সবাই ছেড়েছে, নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন, পথ যার গেহ
সেও আছে তব ভবনে
রয়েছ নয়নে নয়নে
তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে অনন্ত জীবনবিস্তার
কালপারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
♪
জানি শুধু তুমি আছ তাই আছি
তুমি প্রাণময় তাই আমি বাঁচি
যত পাই তোমায় আরো তত যাচি
যত জানি তত জানি নে
যত জানি তত জানি নে
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোক-লোকান্তরে, যুগ-যুগান্তর
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
Поcмотреть все песни артиста
Other albums by the artist