Kishore Kumar Hits

Momtaj - Aaj Pasha Khelbore lyrics

Artist: Momtaj

album: Matir Pinjira


শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে, শ্যাম
একেলা পাইয়াছি রে, শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে, শ্যাম
একেলা পাইয়াছি রে, শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম

একেলা পাইয়াছি হেথা
পালাইয়া যাবে কোথা?
একেলা পাইয়াছি হেথা
পালাইয়া যাবে কোথা?
চৌদিকে ঘিরিয়া রাখব
চৌদিকে ঘিরিয়া রাখব
সব সখি সনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে, শ্যাম
একেলা পাইয়াছি রে, শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম

আতর গোলাপ চন্দন
মারো বন্ধের গায়ে
আতর গোলাপ চন্দন
মারো বন্ধের গায়ে
ছিটাইয়া দাও সুয়া চন্দন
ছিটাইয়া দাও সুয়া চন্দন
ঐ রাঙা চরণে
আজ পাশা খেলবো রে, শ্যাম
শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে, শ্যাম
একেলা পাইয়াছি রে, শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম

দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে?
দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে?
রাঙা চরণ মাথায় লইয়া
রাঙা চরণ মাথায় লইয়া
কান্দে দীনহীনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে, শ্যাম
একেলা পাইয়াছি রে, শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম
ও শ্যাম
আজ পাশা খেলবো রে, শ্যাম

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists