Momtaj - Sham Nagor Kaliya lyrics
Artist:
Momtaj
album: Moyna
আমার শ্যাম নাগর কালিয়া, আমার শ্যাম নাগর কালিয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
আমার শ্যাম নাগর কালিয়া, আমার শ্যাম নাগর কালিয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
♪
বেড়াই আমি দেশ বিদেশে তোমারে খুঁজিয়া
লুকাইয়া থাকো তুমি, কঠিন তোমার হিয়া
বেড়াই আমি দেশ বিদেশে তোমারে খুঁজিয়া
লুকাইয়া থাকো তুমি, কঠিন তোমার হিয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
♪
আগে যদি জানতাম রে শ্যাম যাইবা রে ছাড়িয়া
করতাম না আর ভালোবাসা দু'দিনের লাগিয়া
আগে যদি জানতাম রে শ্যাম যাইবা রে ছাড়িয়া
করতাম না আর ভালোবাসা দু'দিনের লাগিয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
♪
দেখো যদি শ্যামরে কেহ, কইয়ো রে বুঝাইয়া
রাজায় তাহার আশায় আছে পন্থ পানে চাইয়া
দেখো যদি শ্যামরে কেহ, কইয়ো রে বুঝাইয়া
রাজায় তাহার আশায় আছে পন্থ পানে চাইয়া
শ্যাম নাগর কালিয়া, আমার শ্যাম নাগর কালিয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
শ্যাম নাগর কালিয়া, আমার শ্যাম নাগর কালিয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
তোমার বিহনে আমার অন্তর যায় পুড়িয়া
Поcмотреть все песни артиста
Other albums by the artist