ও দখিনা মৃদু হাওয়া বয়, ধূলো জমা রয় এক আকাশ, মনে কালো মেঘ, দু'চোখে আবেগ দখিনা মৃদু হাওয়া বয়, ধূলো জমা রয় ও এক আকাশ, মনে কালো মেঘ, দু'চোখে আবেগ কি এমন প্রতিশ্রুতি দিয়েছিলে যা না ভেবে কিছু ভাবি সব টানবো ইতি তবু বারবার ভুল করেছো ছুঁই স্মৃতি যার ইতি হবে না জীবনে হবে মরণে হবে না জীবনে হবে মরণে ♪ ও ভালো থেকো বলতে পারি না কেন এতটা বড় মন হয়তো আমার নয় ইচ্ছে করে সবকিছু দুমড়ে ফেলি পারি না, পারি না লোকলজ্জার ভয় কি এমন প্রতিশ্রুতি দিয়েছিলে যা না ভেবে কিছু ভাবি সব টানবো ইতি তবু বারবার ভুল করেছো ছুঁই স্মৃতি যার ইতি হবে না জীবনে হবে মরণে হবে না জীবনে হবে মরণে ♪ বন্ধু-স্বজন বলে কাপুরুষ আমি অবাধ্য মন সব সয় পাগলামি ও কেন এ পারছি না সব স্বাভাবিক করে নিতে ঈশ্বর পারে না কি সে ক্ষমতা আমায় দিতে কি এমন প্রতিশ্রুতি দিয়েছিলে যা না ভেবে কিছু ভাবি সব টানবো ইতি তবু বারবার ভুল করেছো ছুঁই স্মতি যার ইতি হবে না জীবনে হবে মরণে হবে না জীবনে হবে মরণে ও দখিনা মৃদু হাওয়া বয়, ধূলো জমা রয় এক আকাশ, মনে কালো মেঘ, দু'চোখে আবেগ দখিনা মৃদু হাওয়া বয়, ধূলো জমা রয় ও এক আকাশ, মনে কালো মেঘ, দু'চোখে আবেগ কি এমন প্রতিশ্রুতি দিয়েছিলে যা না ভেবে কিছু ভাবি সব টানবো ইতি তবু বারবার ভুল করেছো ছুঁই স্মৃতি যার ইতি হবে না জীবনে হবে মরণে হবে না জীবনে হবে মরণে