Kishore Kumar Hits

Syed Abdul Hadi - Achen Amar Moktar lyrics

Artist: Syed Abdul Hadi

album: Ekbar Jodi Keo


আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম, সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই
হুকুম ছাড়া বাইরে যাই
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম, সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই
হুকুম ছাড়া বাইরে যাই
মন রে...
ও মন রে...
দুই কান্ধে দুই মুহুরি
লিখতে আছেন ডাইরি
দুই কান্ধে দুই মুহুরি
লিখতে আছেন ডাইরি
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী, তিনি জামিনদার
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার
মন রে...
ও মন রে...
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists