সতী মায়ের সতী কন্যা
যায় চলে যায় রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
সতী মায়ের সতী কন্যা
যায় চলে যায় রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
♪
আজ এখানে আছ তুমি
আছ-আছ-আছ রে মন
কাল কোনখানে রইবে তুমি
বলতে পারে বলো কোন জন
আজ এখানে আছ তুমি
আছ-আছ-আছ রে মন
কাল কোনখানে রইবে তুমি
বলতে পারে বলো কোন জন
আশায় আশায় জনম গেল
তার দেখা পেলাম না রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
সতী মায়ের সতী কন্যা
যায় চলে যায় রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
♪
কোন দোষেতে হইলাম দোষী
বলো-বলো-বলো দয়াল
বুকভরা ব্যথা নিয়ে
থাকব আমি আর কতকাল
কোন দোষেতে হইলাম দোষী
বলো-বলো-বলো দয়াল
বুকভরা ব্যথা নিয়ে
থাকব আমি আর কতকাল
ভাবে ভাবে আসলাম ভবে
ভাবের নাগাল পেলাম না রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
সতী মায়ের সতী কন্যা
যায় চলে যায় রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
মায়ে কান্দে, ভাইয়ে কান্দে
কান্দে বনের পাখি রে
Поcмотреть все песни артиста
Other albums by the artist