সবকিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে কেমনে গেলে ভুলে? সবকিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে কেমনে গেলে ভুলে? ♪ রিক্ত এ মন গুনছে প্রহর নির্জনে বসে কখনও যদি যাও এ পথে মৃদুমন্দ হেসে রিক্ত এ মন গুনছে প্রহর নির্জনে বসে কখনও যদি যাও এ পথে মৃদুমন্দ হেসে চাইবো না আর কোনো কিছু চাইবো না আর কোনো কিছু শুধু বলবো, "এ বন্ধন নাও গো খুলে" কেমনে গেলে ভুলে? সবকিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে কেমনে গেলে ভুলে? ♪ এখন আমার দেবার মতো কোনো কিছু আর নাই গানের শেষে শূন্য বীণা পড়ে থাকে একলাই পান্থ হৃদয় থমকে দাঁড়ায় পথপ্রান্তে এসে হারিয়ে গেছে যে ছিল পাশে মোর বন্ধু বেশে পান্থ হৃদয় থমকে দাঁড়ায় পথপ্রান্তে এসে হারিয়ে গেছে যে ছিল পাশে মোর বন্ধু বেশে ডাকবে না আর কেহ পিছু ডাকবে না আর কেহ পিছু ভুলে থাকবে বলে রেখে গেলে চলে কেমনে গেলে ভুলে? সবকিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে কেমনে গেলে ভুলে? সবকিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে কেমনে গেলে ভুলে?