ভালোবাসা এমনই এক নদী যার নাই কোন কূল নাইযে কিনারা তবু মানুষ ভাসায় তরী হায়রে কূলের আশায় কেউ ডুবে যায় অথৈ জলে কেউ স্রোতে ভেসে যায় ভালোবাসা এমনই এক নদী যার নাই কোন কূল নাইযে কিনারা ♪ সারা জীবন যারে রাখি বুকে ধরে ভালোবাসার স্বর্গ পুরে অনেক আদর করে সারা জীবন যারে রাখি বুকে ধরে ভালোবাসার স্বর্গ পুরে অনেক আদর করে কত যে দুরস্বপ্ন ছিল দুই নয়ন ভরে কত যে দুর আশা ছিল অন্তরে অন্তরে তবু যে তুই পারলি নারে রাখতে তারে ধরে কি অপরাধ ছিলরে তোর এইযে ভালোবাসায় ভালোবাসা এমনই এক নদী যার নাই কোন কূল নাইযে কিনারা ♪ জানে সবাই জানে এ যে দারুন খেলা কতযে ফুল শুকিয়ে গেছে তরু কাঠের মালা জানে সবাই জানে এ যে দারুন খেলা কতযে ফুল শুকিয়ে গেছে তরু কাঠের মালা ভালোবাসা এমন পাখি শিশ দিয়ে গায় গান সেই গানেতে বিষ মাখা রয় পড়েযে শত টান তবু মানুষ মনের খাঁচায় পোষেরে সেই পাখি এতো আদর সোহাগ পেয়ে সেই পাখি উড়ে যায় ভালোবাসা এমনই এক নদী যার নাই কোন কূল নাইরে কিনারা তবু মানুষ ভাসায় তরী হায়রে কূলের আশায় কেউ ডুবে যায় অথৈ জলে কেউ স্রোতে ভেসে যায়