Kishore Kumar Hits

Syed Abdul Hadi - Nodir Moto lyrics

Artist: Syed Abdul Hadi

album: Chaya Pakhi


নদীর মতো এই জীবন এক জোয়ার-ভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যা বেলা
নদীর মতোই ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে কত মন
সুখের চেয়ে হয় রে বেশি দুখেরই উজন
নদীর মতো এই জীবন এক জোয়ার-ভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যা বেলা

মেঘের বুকটা হয় রে ভারি, শুকায় নদীর পানি
কোন কারণে এমন বিধান, আমি কি আর জানি?

মেঘের বুকটা হয় রে ভারি, শুকায় নদীর পানি
কোন কারণে এমন বিধান, আমি কি আর জানি?
নদীর মতোই ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে কত মন
সুখের চেয়ে হয় রে বেশি দুখেরই উজন
নদীর মতো এই জীবন এক জোয়ার-ভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যা বেলা

চিরসুখী এই জগতে পাবে না কেউ খুঁজে
দুঃখ-সুখের গল্প গাঁথা সবার জীবন মাঝে

চিরসুখী এই জগতে পাবে না কেউ খুঁজে
দুঃখ-সুখের গল্পগাঁথা সবার জীবন মাঝে
নদীর মতোই ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে কত মন
সুখের চেয়ে হয় রে বেশি দুখেরই উজন
নদীর মতো এই জীবন এক জোয়ার-ভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যা বেলা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists