Syed Abdul Hadi - Ami Tomari Prem Vikari lyrics
Artist:
Syed Abdul Hadi
album: Ekbar Jodi Keu
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
আমি তোমারই, তুমি আমারই
পাশে থেকো জীবনে-মরণে গো
পাশে থেকো জীবনে মরণে
♪
বুকেরই ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দের বাতি
♪
চোখেরই মণিতে শয়নে-স্বপনে
আছ তুমি দিবস-রাতি
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
♪
তোমারে আমি যে কতো ভালোবাসি গো
বোঝাব, কেমনে বোঝাব?
♪
তোমারে না পেলে জানি আমি, জানি গো
মরিব, অকালে মরিব
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে গো
ভালোবেসে ঠাঁই দিয়ো পরানে
Поcмотреть все песни артиста
Other albums by the artist