পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে দিওয়ানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা ♪ একূল-ওকূল দু'কূল নদীর মাঝে অথই ঢেউ কারও মনের খবর, ও রে রাখে না তো কেউ দিনে দিনে দিন ফুরাইল কখন আমি জানলাম না পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে দিওয়ানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা ♪ আপন আপন ইস্টিশনে নামে কত জন জানি না তো কত দূরে আমার ইস্টিশন নিজের কাছে পর যে রইলাম আপন কভু হইলাম না পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে দিওয়ানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা পথের মানুষ আমি যে, ভাই পথেই ঠিকানা