কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
তুমি এই ভালো, এই মন্দ
ক্ষণে হাসো, ক্ষণে কান্দো
হায় রে, এ কী দ্বন্দ্ব!
কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
♪
চক্ষু দুইখান, হাত দুইখান
আছে সবার সমান সমান
চক্ষু দুইখান, হাত দুইখান
আছে সবার সমান সমান
তবু কেন নানান রকম
চলন-বলন, মনের ধরন
বুঝি না তার মর্ম
কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
♪
ঘুরলাম কত, দেখলাম কত
পাইলাম না মন মনের মত
ঘুরলাম কত দেখলাম কত
পাইলাম না মন মনের মত
আমি অধম আর কি বলি
জ্ঞানের ডিব্বা রইলো খালি
বৃথা সাধের জন্ম
কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
তুমি এই ভালো, এই মন্দ
ক্ষণে হাসো, ক্ষণে কান্দো
হায় রে, এ কী দ্বন্দ্ব!
কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো
Поcмотреть все песни артиста
Other albums by the artist