আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো কাগজ আছে, কলম আছে তবু লিখবো না তো কোনো কাব্য আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো ♪ ঝর্ণা তো পাহাড়ের কান্না পাহাড় বলে না তারে, "ঝরো না" ঝর্ণা তো পাহাড়ের কান্না পাহাড় বলে না তারে, "ঝরো না" যতই চোখের জল ঝরাবে আমার ততই হবো আমি নাব্য আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো ♪ আমি নই তুমিহীন নিঃস্ব বুকে ধরেছি আমি বিশ্ব আমি নই তুমিহীন নিঃস্ব বুকে ধরেছি আমি বিশ্ব যতই দুঃখের গান শোনাবে আমায় ততই হবে সুখশ্রাব্য আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো কাগজ আছে, কলম আছে তবু লিখবো না তো কোনো কাব্য আমি তোমায় নিয়ে ভেবো না বসে বসে ভাববো