Kishore Kumar Hits

Syed Abdul Hadi - Tomake Proyojon Nei lyrics

Artist: Syed Abdul Hadi

album: Ekdin Chole Jabo


এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা

আমার এ চোখ দু'টি নদী ভেবে
কান্নার জলে তুমি ভরিয়ে দিলে, হায়
আমার এ মনটাকে পাথর ভেবে
আগুনের জ্বালা দিয়ে জড়িয়ে দিলে
কিছু না পেয়েও আমি অনেক পেয়েছি
এটাই হয়ত আমার ভাগ্যলেখা
আমি একা, শুধু একা
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা

আমার এ গানটাকে বেসুরো ভেবে
তানপুরাটার তার ছিঁড়ে দিলে, হায়
আমার এ ঘরটাকে বেঘর ভেবে
কিছু না বলেই তুমি ফিরে গেলে
আমার ফাগুন মাসে কোকিল ডাকেনি
হঠাৎ উঠল ডেকে বন্য কেকা
আমি একা, শুধু একা
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা
আমি একা, শুধু একা
আমি একা, শুধু একা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists