কে যে আমার মনের মানুষ, কে বা কাছের জন কেউ তো আমার হইলো না আপন কে যে আমার আপন হইবো, কে বা হইবো পর কেউ তো আমার চিনলো না অন্তর তারে ছাড়া কেমনে বান্ধি, বান্ধি সুখের ঘর সে যে আমার নিলো না খবর সে যে আমার নিলো না খবর সে তো আমার চিনলো না অন্তর কে যে আমার মনের মানুষ, কে বা কাছের জন কেউ তো আমার হইলো না আপন ♪ এই বুকেতে রাখি তারে শক্ত গেরোর গিঁঠে দুঃখভরা রাতের পাহাড় একলা টানি পিঠে এই বুকেতে রাখি তারে শক্ত গেরোর গিঁঠে দুঃখভরা রাতের পাহাড় একলা টানি পিঠে তারে ছাড়া কেমনে বান্ধি, বান্ধি সুখের ঘর সে তো আমার নিলো না খবর সে তো আমার নিলো না খবর সে তো আমার চিনলো না অন্তর ♪ নাও প্রেমেরই খেয়া ঘাটে পইড়া আছে খালি ভালোবাসি কত তারে, কেমনে কারে বলি নাও প্রেমেরই খেয়া ঘাটে পইড়া আছে খালি ভালোবাসি কত তারে, কেমনে কারে বলি তারে ছাড়া কেমনে বান্ধি, বান্ধি সুখের ঘর সে তো আমার নিলো না খবর সে তো আমার নিলো না খবর সে তো আমার চিনলো না অন্তর কে যে আমার মনের মানুষ, কে বা কাছের জন কেউ তো আমার হইলো না আপন