Avraal Sahir - Chol Pakhi Hoye Uri lyrics
Artist:
Avraal Sahir
album: Chol Pakhi Hoye Uri
তোকে দেখে হাসছে আকাশ
রংধনুতে সাজবে আজ
লেগেছে মনে প্রেমের হাওয়া
কিছু না ভেবে তোর কাছে
বলবো মনে যা আছে
অনুভবে করি আসা যাওয়া
কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমায়
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
♪
কুয়াশা কোনো ভোরে হাঁটবো একসাথে
মেঘলা দিন হবে রঙিন ছুলে তোর হাতে
বলি ইশারায় তোকে চাই, ডাকি প্রিয় নামে
তোর দিকে ঘুরেফিরে দু'চোখ এসে থামে
কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমায়
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে
তো চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
♪
হারালে খুঁজে নেবো তোকেই বারে বার
জানুক লোকে, গল্প হোক তোর আর আমার
আনমনা মন সারাক্ষণ তোরই কথা বলে
ছায়ায় ঢেকে রাখবো মায়ার আঁচলে
কিছুটা আছে বাকি, কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমায়
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নীড়ে সন্ধ্যে হলে
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist