দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
আমারে তুই ডোবাইলি
আর তো ভাসাইলি না
আমারে তুই ভাসাইলি
কিনারা দেখাইলি না
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
আমারে তুই ডোবাইলি
আর তো ভাসাইলি না
আমারে তুই ভাসাইলি
কিনারা দেখাইলি না
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
♪
ভালো যারে বাসিলাম মন-প্রাণ দিয়া
প্রাণ নাহি বাঁচে দেহে তাহারে ভুলিয়া
পাখি হয়ে তারে নিয়া উড়তে চাইলাম
ডানা বিনে পইড়া গেলাম অকূল এ দরিয়ায়
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
♪
ভালো যারে বাসিলাম আপন ঘর ছাড়িয়া
কেমনে বাঁধি আমার ঘর তাহারে ভুলিয়া
নাও হয়ে মন তারে নিয়া ভাসতে চাইলো
ঝড়-তুফানে ডুইবা এই নাও অকূল এ দরিয়ায়
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
দরিয়া, ও দরিয়া
কূল নাই, তোর কিনারও নাই
Поcмотреть все песни артиста
Other albums by the artist