তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী আমার স্বপন আধ-জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না, না নয়নের নীলে তুমি যে ছিলে চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে কবে তার সাথে, চৈত্রের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে কবে তার সাথে, চৈত্রের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে সেই কথা ভেবে পিছু চাওয়া মন স্মৃতির নকশা বুনে জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে