কাঙ্গালিনীর বন্ধু তুমি অভাগিনীর বন্ধু তুমি সময় মানো না অসময়ে বাঁশের বাঁশি আর বাজাইয়ো না রে, বন্ধু আর বাজাইয়ো না কাঙ্গালিনীর বন্ধু তুমি অভাগিনীর বন্ধু তুমি সময় মানো না অসময়ে বাঁশের বাঁশি আর বাজাইয়ো না রে, বন্ধু আর বাজাইয়ো না ♪ আমি যখন নিরালায় থাকি বসিয়া বসিয়া রে, বন্ধু তোমারেই জপি রে, বন্ধু বুজিয়া আঁখি আমি যখন নিরালায় থাকি বসিয়া বসিয়া রে, বন্ধু তোমারেই জপি রে, বন্ধু বুজিয়া আঁখি প্রথম প্রেমের বন্ধু তুমি বাল্য প্রেমের বন্ধু তুমি মন যে মানে না অসময়ে বাঁশের বাঁশি আর বাজাইয়ো না রে, বন্ধু আর বাজাইয়ো না ♪ আমি যখন শুইয়া থাকি শুইলে স্বপনে, বন্ধু তোমারে দেখি রে, বন্ধু জাগিলে ফাঁকি আমি যখন শুইয়া থাকি শুইলে স্বপনে, বন্ধু তোমারে দেখি রে, বন্ধু জাগিলে ফাঁকি নিশীথে আইসো রে, বন্ধু পরানে থাইকো রে, বন্ধু ঘুম যে আসে না অসময়ে বাঁশের বাঁশি আর বাজাইয়ো না রে, বন্ধু আর বাজাইয়ো না কাঙ্গালিনীর বন্ধু তুমি অভাগিনীর বন্ধু তুমি সময় মানো না অসময়ে বাঁশের বাঁশি আর বাজাইয়ো না রে, বন্ধু আর বাজাইয়ো না কাঙ্গালিনীর বন্ধু তুমি অভাগিনীর বন্ধু তুমি সময় মানো না অসময়ে বাঁশের বাঁশি আর বাজাইয়ো না রে, বন্ধু আর বাজাইয়ো না