দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
যার লাগিয়া হইলা বড়ো, তারেই ভাবো নগণ্য, নগণ্য
দুই দিনেরই-
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
♪
যে তোমার বিপদমাঝে ছিল পথের সাথী
তারে এখন শত্রু ভাবো, তারই করো ক্ষতি
যে তোমার বিপদমাঝে ছিল পথের সাথী
তারে এখন শত্রু ভাবো, তারই করো ক্ষতি
দেখাও যত কেরামতি, সেসবেরে রাতারাতি
অহংকারীর পতন হবে-
অহংকারীর পতন হবে, হবে যে শূন্য, শূন্য
দুই দিনেরই-
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
♪
ওরে, কী মজায় মজলে তুমি, ভুললে অতীত স্মৃতি
দেশি যে হারায়, তোমার বিদেশি সংস্কৃতি
কী মজায় মজলে তুমি, ভুললে অতীত স্মৃতি
দেশি যে হারায়, তোমার বিদেশি সংস্কৃতি
বনের প্রাণি ঘরে এনে শাসন করলে শাসন মানে
সোনার খাঁচায় রাখলে তবু-
সোনায় খাঁচায় রাখলে তবু যায় কি স্বভাব বন্য, বন্য?
দুই দিনেরই-
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
যার লাগিয়া হইলা বড়ো, তারেই ভাবো নগণ্য, নগণ্য
দুই দিনেরই-
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
দুই দিনেরই বৈরাগী, ভাতেরে কও অন্ন
Поcмотреть все песни артиста
Other albums by the artist