ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ♪ আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দু'জন কী বলে যায় উদাস দখিন হাওয়া আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দু'জন কী বলে যায় উদাস দখিন হাওয়া দূরের ওই গাংচিলেরা নামবে জলের 'পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ♪ আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে