আর যুদ্ধ নয়, নয় হানাহানি এসো সবাই শান্তির পৃথিবী গড়ি ♪ ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো কেন যুদ্ধের তরী বেয়ে চলে শান্তির ঢেউ ভাঙ্গো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো কেন যুদ্ধের তরী বেয়ে চলে শান্তির ঢেউ ভাঙ্গো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো ♪ দেখো হাহাকার, অনাহার, দুঃখ, দারিদ্র তৃতীয় বিশ্ব জুড়ে যারা একমুঠো শান্তির কাঙ্গাল হয়ে সারাদিন পথে ঘোরে দেখো হাহাকার, অনাহার, দুঃখ, দারিদ্র তৃতীয় বিশ্ব জুড়ে যারা একমুঠো শান্তির কাঙ্গাল হয়ে সারাদিন পথে ঘোরে তাদের সাথী হয়ে এবার জীবনপথে নামো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো কেন যুদ্ধের তরী বেয়ে চলে শান্তির ঢেউ ভাঙ্গো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো ♪ যত হিংসা-বিদ্বেষ আছে মনে সবই ভুলে গিয়ে এসো শান্তির প্রদীপ একই সাথে আঁধারে দেই জ্বেলে যত হিংসা-বিদ্বেষ আছে মনে সবই ভুলে গিয়ে এসো শান্তির প্রদীপ একই সাথে আঁধারে দেই জ্বেলে মোদের সুরে সুর মিলিয়ে জীবনপথে চলো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো কেন যুদ্ধের তরী বেয়ে চলে শান্তির ঢেউ ভাঙ্গো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো কেন যুদ্ধের তরী বেয়ে চলে শান্তির ঢেউ ভাঙ্গো ওরে স্রষ্টার সৃষ্টি মানবজাতি আমার কথা শোনো