সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় ওরে, তোরা আয় রে আয় আয়, তোরা ছুটে আয় সময় যায় রে যায়, বয়ে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় ♪ সুখপাখিটা গানে গানে কী বলে যায় সুখ নাকি ভালোবাসার আকাশে সুর ছড়ায় সুখপাখিটা গানে গানে কী বলে যায় সুখ নাকি ভালোবাসার আকাশে সুর ছড়ায় শুভ্র মেঘের কবিতায় মগ্ন হয়ে ওরে, ভালোবাসার জীবনে সুর খুঁজি আয় ওরে, তোরা আয় রে আয় আয়, তোরা ছুটে আয় সময় যায় রে যায়, বয়ে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় ♪ জীবন বুঝি সুরে সুরে ওই ডাকে হায় রে, অন্ধকারে বল না কী মিশে থাকে জীবন বুঝি সুরে সুরে ওই ডাকে হায় রে, অন্ধকারে বল না কী মিশে থাকে জীর্ণ-জরা যায় রে যায়, দূর ভেসে যায় আমার মনের ঝরা উত্তালে সুখবন্যায় ওরে, তোরা আয় রে আয় আয়, তোরা ছুটে আয় সময় যায় রে যায়, বয়ে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় ওরে, তোরা আয় রে আয় আয়, তোরা ছুটে আয় সময় যায় রে যায়, বয়ে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায় সুখের নদী ওই ওই ওই বান ডেকে যায় আমার বুকের চরা যায় রে যায়, ভেসে যায়