এই আছি, এই নাই
ওরে, এই আছি, এই নাই
এই আছি, এই নাই
ওরে, এই আছি, এই নাই
দু'দিন পরে কেউবা ধুলো
দু'দিন পরে কেউবা ধুলো
কেউবা হবো ছাই
দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
ওরে, দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
♪
ফুলের মতো আয়ু মোদের
ফুলের মতো আয়ু মোদের
সময় বড়ো কম
চতুর্দিকে ঘুরছে রে যম
কেড়ে নিতে দম
হায় রে, হাসন-লালন বুঝি
হায় রে, হাসন-লালন বুঝি
ঘর করেনি তাই
দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
ওরে, দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
♪
জ্ঞানী-গুণী, মুনি-ঋষি
জ্ঞানী-গুণী, মুনি-ঋষি
বলে রে সদাই
মানুষকে যে ছোট ভাবে
স্বর্গ তাহার নাই
এই ভুবনে মিলেমিশে
এই ভুবনে মিলেমিশে
থাকো রে সবাই
দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
ওরে, দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
এই আছি, এই নাই
ওরে, এই আছি, এই নাই
এই আছি, এই নাই
ওরে, এই আছি, এই নাই
দু'দিন পরে কেউবা ধুলো
দু'দিন পরে কেউবা ধুলো
কেউবা হবো ছাই
দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
ওরে, দিস নে ব্যথা কারো মনে
দিস নে ব্যথা, ভাই
Поcмотреть все песни артиста