Kishore Kumar Hits

Ramprasad Sen - Dub Dere Mon Kali Bole lyrics

Artist: Ramprasad Sen

album: Dub Dere Mon Kali Bole


সুখেরই চাদরে রোদেরই আদর
পাঠিয়েছি তোর নামে
চাঁদেরই আলোকে রুপোলি পালক
রাখা আছে নীল খামে
তোর উত্তরেরই আশায়
প্রশ্নরা চিহ্ন ভুলে যায়
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার
বল না, তোর দোহাই
প্রেম ভাসাই কোন জলে
Oh my love, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে
Be my love, একটা গোলাপ
চুপিসারে রেখে গেলাম তোর কোলে
মনেরই দেয়ালে খামোকা খেয়ালে
আঁকিবুকি তোর ছবি
ও, জাগিয়ে চলে যা, তবু তো বলে যা
কবে রে আমার হবি
আমার স্বপ্ন জুড়ে তুই
আর তোর চিন্তারা শুধুই
ঘুরে-ফিরে যাচ্ছে বারেবার
আর কোনো রাস্তা নেই আমার
বল না, তোর দোহাই
প্রেম ভাসাই কোন জলে
Oh my love, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে
Be my love, একটা গোলাপ
চুপিসারে রেখে গেলাম তোর কোলে
Take me somewhere far away from here, from here
Take me somewhere far away from here, from here

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists