Kishore Kumar Hits

Krishnokoli Islam - Dalan Dili Mohol Dili lyrics

Artist: Krishnokoli Islam

album: Bunoful


দালান দিলি, মহল দিলি
বাড়ির নিচে পুষ্করিনী
একখানা পানসি দিতে পারো নি
বাঁধা জল, কাচা পানি
শুনো হে মিস্তেরি
একটুও লবণ দিতে পারো নি
দালান দিলি, মহল দিলি
বাড়ির নিচে পুষ্করিনী
একখানা পানসি দিতে পারো নি
বাঁধা জল, কাচা পানি
শুনো হে মিস্তেরি
একটুও লবণ দিতে পারো নি
চাল পেলাম, জল পেলাম
না পেলাম জ্বালানি
তরকারি সবই হলো
পায়নি সুক্তানি
চাল পেলাম, জল পেলাম
না পেলাম জ্বালানি
তরকারি সবই হলো
পায়নি সুক্তানি
ভাত হলো, ডাল হলো
পেলাম না আমানি
দীঘির ধারে বাগান হলো
না হলো মালিনী
ভাত হলো, ডাল হলো
পেলাম না আমানি
দীঘির ধারে বাগান হলো
না হলো মালিনী
বড়ো বড়ো বাবু আছে দুনিয়া ভেতর
এমন মালিক চোখখেতে দেখিনি
বড়ো বড়ো বাবু আছে দুনিয়া ভেতর
এমন মালিক চোখখেতে দেখিনি
দালান দিলি, মহল দিলি
বাড়ির নিচে পুষ্করিনী
একখানা পানসি দিতে পারো নি
বাঁধা জল, কাচা পানি
শুনো হে মিস্তেরি
একটুও লবণ দিতে পারো নি
একটুও লবণ দিতে পারো নি
একটুও লবণ দিতে পারো নি
একটুও লবণ দিতে পারো নি
একটুও লবণ দিতে পারো নি...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists