অকারণে বা কোন কারণে দূরে সরে যাই আমরা দু'জন যেমন করে চলে যায় ভাসমান মেঘ অনিবার যেদিকে উড়িয়ে নেবে এই হাওয়া নির্বাক হয়ে পাশাপাশি নিশ্চুপ রাতে ভেসে যাবো আমরা দু'জন হয়তো কখনো যে আবার হবো একসাথে ঝড়বো বৃষ্টি হয়ে দু'জন অবিরাম সময় কাটে নিয়তি নেই আমার নিঃস্ব হাতে যা হওয়ার তা তো হয়েছে কতো না কথা বাকি রয়েছে যেদিকে উড়িয়ে নেবে এই হাওয়া নির্বাক হয়ে পাশাপাশি নিশ্চুপ রাতে ভেসে যাবো আমরা দু'জন হয়তো কখনো যে আবার হবো একসাথে ঝড়বো বৃষ্টি হয়ে দু'জন হঠাৎ এলো এই নির্মম হাওয়া ছিনিয়ে নিলো জীবনের সব পাওয়া ভেঙে চুরে এখন চারদিক ঘিরে শূন্যতা অযুক্তির ঘাতক এই বালু আপস করলো আমাদের দৃষ্টি এটাই সমাপ্তির সৃষ্টি বৃষ্টি তো চলে এলো ভালোবাসা কোথাও হারিয়ে গেলো নেই তো আর কিছু আমার বাকি তাও তোমায় কেনো ডাকি? নির্বাক হয়ে পাশাপাশি নিশ্চুপ রাতে ভেসে যাবো আমরা দু'জন হয়তো কখনো যে আবার হবো একসাথে ঝড়বো বৃষ্টি হয়ে দু'জন