Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Path Bendhe Dilo (Pather Badhon) lyrics

Artist: Soumitra Chattopadhyay

album: Aamra Dujon


পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি
আমরা দু'জন চলতি হাওয়ার পন্থী
রঙিন নিমেষ ধুলার দুলাল
পরানে ছড়ায় আবীর গুলাল
ওড়না ওড়ায় বর্ষার মেঘে
দিগঙ্গনার নৃত্য
হঠাৎ আলোর ঝলকানি লেগে
ঝলমল করে চিত্ত
নাই আমাদের কনকচাঁপার কুঞ্জ
বনবীথিকায় কীর্ণ বকুলপুঞ্জ
হঠাৎ কখন সন্ধ্যাবেলায়
নামহারা ফুল গন্ধ এলায়
প্রভাতবেলায় হেলাভরে করে
অরুণকিরণে তুচ্ছ
উদ্ধত যত শাখার শিখরে
রডোডেনড্রন গুচ্ছ
নাই আমাদের সঞ্চিত ধনরত্ন
নাই রে ঘরের লালনললিত যত্ন
পথপাশে পাখি পুচ্ছ নাচায়
বন্ধন তারে করি না খাঁচায়
ডানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের
কূজনে দু'জনে তৃপ্ত
আমরা চকিত অভাবনীয়ের
ক্বচিৎ কিরণে দীপ্ত

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists