Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Na Aslei Parte lyrics

Artist: Soumitra Chattopadhyay

album: Basanta Noy Abohela


এতটা কাছে তুমি না আসলেই পারতে
মাটির ঘরে নামে যদি পূর্ণিমার চাঁদ
মনে হতেই পারে মায়াবী বিভ্রম
ভ্রান্তিবিলাস ফাঁক
যে পরাজয়ে অহংকার আছে
কবি সেটাই তো নেবে
জয় কি যাচে
তাই তোমার সামনে একটুও কাঁপেনি প্রতিরোধহীন হারতে
এতটা কাছে তুমি না আসলেই পারতে
নদীর কাছ থেকে বাঁক নেওয়ার স্বরলিপি শিখে
পথের ধুলোয় লোনা জলে না বলা কথা শুধু গিয়েছি লিখে
অচেনা অন্ধকার করতলগত করে
কাব্য রোদনে ছিলাম ধ্যানমগ্ন
তুমি এক ফুঁ দিয়ে বদলে দিলে লগ্ন
তোমাকে অবজ্ঞা করে জিতবো বলে বড্ড ছিলাম কাতর
তুমি দীঘল ঘুমের আগল ভেঙে জাগালে এক অভিশপ্ত পাথর
এখন যে ভালোবেসে বেঁচে থাকার লোভে দীর্ঘশ্বাস হচ্ছে কেবল ছাড়তে
এতটা কাছে তুমি না আসলেই পারতে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists