Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Jete Dao Galo Jara lyrics

Artist: Soumitra Chattopadhyay

album: Jharo Jharo Srabondhara


নিঃসঙ্গতা ছিল কবির আজন্মের সঙ্গ
বর্ষণমুখর কোন মূহুর্তে
আকুল হয়ে বলছেন
যে গেছে যাক, শুধু তুমি যেয়ো না

যেতে দাও, যেতে দাও গেল যারা
তুমি যেয়ো না, তুমি যেয়ো না
আমার বাদলের গান হয় নি সারা
যেতে দাও, যেতে দাও গেল যারা

কুটিরে কুটিরে বন্ধ দ্বার
নিভৃত রজনী অন্ধকার
কুটিরে কুটিরে বন্ধ দ্বার
নিভৃত রজনী অন্ধকার
বনের অঞ্চল কাঁপে চঞ্চল
অধীর সমীর তন্দ্রাহারা
তুমি যেয়ো না, তুমি যেয়ো না
আমার বাদলের গান হয় নি সারা
যেতে দাও, যেতে দাও গেল যারা

দীপ নিবেছে নিবুক নাকো
আঁধারে তব পরশ রাখো
দীপ নিবেছে নিবুক নাকো
আঁধারে তব পরশ রাখো
বাজুক কাঁকন তোমার হাতে
আমার গানের তালের সাথে
বাজুক কাঁকন তোমার হাতে
আমার গানের তালের সাথে
যেমন নদীর ছলোছলো জলে
ঝরে ঝরোঝরো শ্রাবণধারা
তুমি যেয়ো না, তুমি যেয়ো না
আমার বাদলের গান হয় নি সারা
যেতে দাও, যেতে দাও গেল যারা
তুমি যেয়ো না, তুমি যেয়ো না
আমার বাদলের গান হয় নি সারা
যেতে দাও, যেতে দাও গেল যারা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists