Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Chup Kore Se Sobar Kotha Shone lyrics

Artist: Soumitra Chattopadhyay

album: Amar Mita, Vol. 03


চুপ করে সে সবার কথা শোনে
জনপদে কিংবা গহন বনে
ভোরের বেলায় বাজায় বাঁশি একলা মাঠে কোন উদাসী
দূর কাননে তরুর নিচে ঘনালে মেঘ নীল পাহাড়ের পিছে
সবই শোনে সে যে আপন মনে
অরূপ বিশ্বজুড়ে সকল গুণীমানি নদী অরণ্যানী
সবাই যে গান গাইছে তারই সুরে
এই কথাটি বুঝি যখন আমি
তখন যে সে আপনি আসে নামি
আমার মনের গহন আসনে
চুপ করে সে সবার কথা শোনে
চুপ করে সে সবার কথা শোনে
জনপদে কিংবা গহন বনে
ভোরের বেলায় বাজায় বাঁশি একলা মাঠে কোন উদাসী
দূর কাননে তরুর নিচে ঘনালে মেঘ নীল পাহাড়ের পিছে
সবই শোনে সে যে আপন মনে
অরূপ বিশ্বজুড়ে সকল গুণীমানি নদী অরণ্যানী
সবাই যে গান গাইছে তারই সুরে
এই কথাটি বুঝি যখন আমি
তখন যে সে আপনি আসে নামি
আমার মনের গহন আসনে
চুপ করে সে সবার কথা শোনে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists