Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Anek Kichu Ichche Chhilo lyrics

Artist: Soumitra Chattopadhyay

album: Amar Mita, Vol. 03


অনেক কিছু ইচ্ছে ছিল, অনেক ছিল আশা
বুকের মাঝে ঘুরতো শুধু প্রেরণারুপ ভাষা
কত আলো-গন্ধ ছিল, কত রঙের আকাশ
রৌদ্র-মেঘের খেলা ছিল দমকা মৃদু বাতাস
ঐ পাখিটা উড়ে গেল কোন সে ফাঁকির দেশে
এক ডানা তার শূন্যে মিলায়, আরেক মাঠে মিশে
নিত্য জগত মায়ার জালে স্বপ্ন রাঙায় নেশা
সবুজ নতুন কুড়ি পাতায় মনের ভালোবাসা
এরই মধ্যে রাঙিয়ে ওঠে ইচ্ছে, ইচ্ছে, ইচ্ছে
ক'টি যে তার মেটে, তার কেইবা খবর নিচ্ছে
নাইবা মিটুক, থাকুক হয়ে শুধুই মরীচিকা
আমি যদি নাও থাকি তবু জ্বলবে জীবনশিখা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists