Kishore Kumar Hits

Soumitra Chattopadhyay - Ei Baritai Mishti Lage Beshi lyrics

Artist: Soumitra Chattopadhyay

album: Amar Mita, Vol. 03


এই বাড়িটাই মিষ্টি লাগে বেশি, এই গ্রামটাই আমার বেশি প্রিয়
এইখানেতে প্রথম কাঁদি-হাসি, এই মাটিতেই আমায় খুঁজে নিও
এই দালানেই আমার যত লেখা, এই মাটিতেই গল্প করি মনে
হেথায় বসি আমার যত আঁকা, হেথায় আমি কেঁদেছি অকারণে
কখনও যদি হারিয়ে গিয়ে থাকি জোয়ার-ভাটার তরঙ্গ-উচ্ছ্বাসে
আমায় মনে রাখবে সেই পাখি দিনের শেষে যে উঠোনে নেমে আসে
সে উড়ে যায় সকাল হলে আকাশে, আমার জন্যে গান রেখে যায় বাতাসে
আমার তো নেই আকাশ, থাকি মাটি মায়ের কোলে
সারাটি দিন তোমার স্মৃতিটুকু উঠোনে মোর ছায়ার মতো দোলে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists