Kishore Kumar Hits

Soumitra Chottopadhyay - Mone Porle lyrics

Artist: Soumitra Chottopadhyay

album: Madhyarater Sonket


মনে পড়লে
মনে পড়ছে আকুল শৈশব
মনে পড়ছে কাদের কাছে ঋণ
মনে পড়ল মেঘেতে-রোদ্দুরে
খেলছিল যে প্রথম জন্মদিন
সন্ধ্যাভাষা অন্ধকার চিঁরে
ওষ্ঠে ফোটে প্রথম অক্ষর
বন-বনান্ত শিউরে তুলেছিল
প্রথম হাঁটার পায়ের তালে ঝড়
দিনের পরে দিন তো অন্তহীন
সূর্যমুখী কোন বালিকার পথ
প্রান্তর থেকে বন জনপদ থেকে
ছুঁয়েছে এক সাগর সৈকত
সমুদ্র কি সিনান দেবে তাকে
মনে পড়লে প্রণয় নোনা ঢেউ
অশ্রু, রক্ত পারিশ্রমিক দিয়ে
নম্র শান্তি কিনতে পারে কেউ
মনে পড়লে আকুল শৈশব
ভোরের কথা রাত্রি কাল্পনিক
মরচেধরা গরাদগুলো ভাঙে
জীবন যাবে এভাবেই কি ঠিক
মনে পড়লে প্রথম জন্মদিন
কোথাও আলো জ্বলল অন্ধকারে
শব্দহীন মঞ্চ ভরে এল
নূপুর পরা নদীর ঝংকারে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists