Rashid Khan - Aaji Jharer Ratey lyrics
Artist:
Rashid Khan
album: Rabindranather Gaan - Ustad Rashid Khan
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আকাশ কাঁদে হতাশ-সম
আকাশ কাঁদে হতাশ-সম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারে বার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আকাশ কাঁদে হতাশ-সম
আকাশ কাঁদে হতাশ-সম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারে বার
পরানসখা বন্ধু হে আমার
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই
সুদূর কোন্ নদীর পারে
গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist