ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
শিয়রে লয়ে চাঁদ
শিয়রে লয়ে চাঁদ
শিয়রে লয়ে চাঁদ
ছিলে আঁচল বাঁধি গো
মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
আবেশে রাতের পাখি
আবেশে রাতের পাখি
কী কথা কহিল ডাকি?
আবেশে রাতের পাখি
কী কথা কহিল ডাকি?
দেখিনু মোর গলে
দেখিনু মোর গলে
দিলে মালা কি গাঁথি গো
মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
কখন মেঘদল ঘিরিল চাঁদ হায়
ঝরিল চোখে মোর বারি
তখন পাখি হায় কেন গো গাহিল না
কোথা যে গেল নীড় ছাড়ি
কখন মেঘদল ঘিরিল চাঁদ হায়
ঝরিল চোখে মোর বারি
তখন পাখি হায় কেন গো গাহিল না
কোথা যে গেল নীড় ছাড়ি
বুঝি ভুলে অকারণে
বুঝি ভুলে অকারণে
হল দেখা তব সনে
মিলনক্ষণে তাই
মিলনক্ষণে তাই
নিভে মিলনবাতি গো
মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবীরাতি গো
ছিল মাধবী, ছিল মাধবী
ছিল মাধবীরাতি গো
Поcмотреть все песни артиста
Other albums by the artist